Logo
Logo
×

রাজধানী

বনানী সড়ক অবরোধ করেছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম

বনানী সড়ক অবরোধ করেছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বনানী সড়ক অবরোধ করেছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

রাজধানীর বনানীর কাকলিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং পরিচালনা বোর্ডের কতিপয় সদস্যের আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধারের দাবিতে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে অবরোধের কারণে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে স্থায়ী ক্যাম্পাসে নেওয়ার কথা বললেও এখনও তা বাস্তবায়ন হয়নি। তাদের দুটি ডিপার্টমেন্টকে ডিসেম্বরের মধ্যে শিফট করার প্রতিশ্রুতি দেওয়া হলেও, তিনশ ফিটে স্থায়ী ক্যাম্পাসের জায়গা বিক্রি করার পাঁয়তারা করছে বোর্ড অব ট্রাস্টি। প্রতি মাসে বোর্ড অব ট্রাস্টি তার গাড়ির খরচ বাবদ ৬৫ হাজার টাকা নেন, যা শিক্ষার্থীদের টাকা। দীর্ঘদিন ধরে সিনিয়ররা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করে আসছেন, কিন্তু তা এখনও বাস্তবায়িত হয়নি। এছাড়া, কয়েকজন বোর্ড অব ট্রাস্টি বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেন তারা এবং এই টাকা পুনরুদ্ধারের দাবি জানান।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, শিক্ষার্থীরা গতকালও রাস্তা অবরোধ করে আন্দোলন করেছিলেন এবং আজ আবার স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করছেন। এছাড়া, তারা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বোর্ড অব ট্রাস্টির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন এবং এই অর্থ পুনরুদ্ধার চান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন