Logo
Logo
×

রাজধানী

রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে কোপালো দুর্বৃত্তরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১১:৫১ পিএম

রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে কোপালো দুর্বৃত্তরা

ছবি : সংগৃহীত

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় দুই কম্পিউটার ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে মালটিপ্ল্যান সেন্টারের সামনের রাস্তায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন এলিফ্যান্ট রোড কম্পিউটার সোসাইটির যুগ্ম-সাধারণ সম্পাদক এহতেশামুল হক ও সভাপতি ওয়াহিদুল হাসান দিপু।

ব্যবসায়ীদের ধারণা, মার্কেটে আধিপত্য বিস্তার, দখল ও ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে মালটিপ্ল্যান সেন্টারের সামনে অবস্থান করছিলেন কয়েকজন যুবক। সবার পরনে শীতের পোশাক এবং মুখে মাস্ক দিয়ে ঢাকা ছিল। হঠাৎ করেই তারা রামদা ও চাপাতি বের করে একটি গাড়িতে হামলা চালায়। গাড়ির বাইরে থাকা আরেকজনকে উপর্যুপরি কুপাতে শুরু করে।

এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির (ইসিএস) সহ-সভাপতি মো. নজরুল ইসলাম হাজারী বলেন, রাতে আমাদের একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে বের হওয়ার পরই অজ্ঞাতনামা সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা করে।

দুই ব্যবসায়ী নেতার ওপর হামলাকারীদের বিচার চেয়ে শনিবার দুপুর থেকে মার্কেট বন্ধ রেখে প্রতিবাদ ও মানববন্ধন করেছে এলিফ্যান্ট রোডের কম্পিউটার ব্যবসায়ীরা। তারা মার্কেটের সামনের রাস্তায় জড়ো হয়ে হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসেন উদ্দিন বলেন, এলিফ্যান্ট রোড এলাকায় দুই কম্পিউটার ব্যবসায়ীকে কুপিয়ে আহত করা হয়েছে। কে বা কারা কী কারণে এই হামলা করেছে সেটা জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন