Logo
Logo
×

রাজধানী

সীমান্ত সম্ভারে চুরি হওয়া স্বর্ণের মধ্যে ৫০ ভরি স্বর্ণসহ ৩ জনকে গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৪:১৪ পিএম

সীমান্ত সম্ভারে চুরি হওয়া স্বর্ণের মধ্যে ৫০ ভরি স্বর্ণসহ ৩ জনকে গ্রেফতার

রাজধানীর সীমান্ত সম্ভারে চুরি হওয়া স্বর্ণের মধ্যে ৫০ ভরি স্বর্ণসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি। রোববার (১২ জানুয়ারি) রাজধানীর মিডিয়া ব্রিফিং সেন্টারে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানানো হয়।

ডিবি জানায়, সীমান্ত সম্ভার থেকে ৩ জানুয়ারি দুপুরে ক্রাউন ডায়মন্ড এন্ড জুয়েলার্সের দোকান থেকে ২৫০ ভরি স্বর্ণ চুরি করে সংঘবদ্ধ চক্র। ৮ মিনিটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুজনকে শনাক্ত করে ডিবি পুলিশ।

ডিবি আরও জানায়, গত ৯ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে ১ জনকে এবং পরে আরও ২ জনকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী কুমিল্লা থেকে ৫০ ভরি আট আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫), এবং সাদ্দাম হোসেন (৩১)। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

পুলিশের ধারণা, এ ঘটনায় ৮ থেকে ৯ জন জড়িত রয়েছে। সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান ডিবির এই কর্মকর্তা। চুরি হওয়া স্বর্ণালংকারের বাকি অংশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে কাজ চলছে বলেও জানায় ডিবি।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি জানায়, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৭৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন