Logo
Logo
×

রাজধানী

ঢাকা শহরে ধুলার সমস্যা সমাধান করা সম্ভব ঘন ঘন গাছ রোপণের মাধ্যমে: রিজওয়ানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৫:১৪ পিএম

ঢাকা শহরে ধুলার সমস্যা সমাধান করা সম্ভব ঘন ঘন গাছ রোপণের মাধ্যমে: রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন যে, ঘন ঘন গাছ রোপণের মাধ্যমে ঢাকা শহরের ধুলার সমস্যা সমাধান করা সম্ভব।

রোববার (১২ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বৈশ্বিক উষ্ণতা নিরসনে ছাদ বাগানের গুরুত্ব নিয়ে একটি সেমিনারে তিনি এই তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ঢাকা শহরের ধুলার সমস্যা সহসাই সমাধান করা সম্ভব নয়। তবে ধারাবাহিকভাবে গাছ লাগালে ধুলার পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

তিনি আরও বলেন, নির্মল বাতাস ও বিষমুক্ত খাবারের জন্য ছাদ বাগানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছাদে টব লাগানো নিয়ে অনেক ভ্রান্ত ধারণা থাকলেও, এগুলি দূর করতে হবে।

এসময় আগ্রহীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন উপদেষ্টা রিজওয়ানা। পরে প্রেসক্লাব চত্বরে গাছ রোপণ করেন তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন