তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারির আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত
বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে লেগে থাকা আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায়।
আগুনের সূত্রপাত হয়েছিল দুপুর ২টার দিকে, নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম আরও জানান, হাজারীবাগ বাজারে সাত তলা ভবনের ৫ তলায় এই অগ্নিকাণ্ড ঘটেছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে ধাপে ধাপে ১২টি ইউনিট পাঠানো হয়।
এটি একটি লেদার গোডাউন হওয়ায় সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে যুক্তিসঙ্গত কোনো তথ্য এখনো জানা যায়নি, জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।