Logo
Logo
×

রাজধানী

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর ভূরিভোজ করার উদ্যোগ, আনা হলো গরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৩ পিএম

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর ভূরিভোজ করার উদ্যোগ, আনা হলো গরু

ছবি : সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে ভোজের আয়োজন করতে যাচ্ছে বিক্ষুব্ধ জনতা। ইতোমধ্যে একটি কালচে রঙের গরু আনা হয়েছে, যার গায়ে ‘কিলার হাসিনা’ লেখা একটি কাগজ টেপ দিয়ে আটকানো রয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গরুটি ধানমন্ডি ৩২ নম্বরের সামনে বেঁধে রাখা হয়। এ সময় শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় উপস্থিত জনতা। আয়োজকদের একজন জানান, গরুটি মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে কেনা হয়েছে এবং বিকেলে এটিকে কোরবানি দেওয়া হবে।

গরু আনার পেছনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে আয়োজকদের এক সদস্য বলেন, “আমাদের বার্তা স্পষ্ট—দেশে আওয়ামী লীগের নামে আর কিছু থাকবে না। ফ্যাসিবাদের কোনো ঠাঁই নেই।”

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির আওতায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরের সামনে জড়ো হয়। রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়।

রাত ১১টার দিকে একটি ক্রেন আনা হয়, যা দিয়ে বাড়ি ভাঙার চেষ্টা করা হয়। সফল না হওয়ায় পরে এক্সকেভেটর আনা হয়, যা দিয়ে রাতেই ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে দেওয়া হয়।

এর আগে রাত ৮টার দিকে ছাত্র-জনতা মিছিল নিয়ে ধানমন্ডি ৩২-এ প্রবেশ করে। ভারতে অবস্থানরত শেখ হাসিনার পূর্বঘোষিত অনলাইন বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে এই কর্মসূচি নেওয়া হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন