Logo
Logo
×

রাজধানী

ধানমন্ডি ৩২ থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৪ এএম

ধানমন্ডি ৩২ থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি

ছবি : সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে ভেঙে ফেলা বাড়ি থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। সোমবার সকাল ৭টায় সিআইডির ১০ সদস্যের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

গত ৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয়। এ সময় বাড়ির পাশের নির্মাণাধীন ভবনে কয়েক তলা বেজমেন্টের খোঁজ পাওয়া যায় এবং অন্ধকার ওই ভবনের বেজমেন্টের ২ তলা যেতেই পানির সন্ধান পাওয়া যায়।

দেশজুড়ে আলোচনা শুরু হলে, রোববার সেখানে ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে পানি সরায়। এরপর সোমবার সকালে সেখানে আলামত সংগ্রহে যায় সিআইডি ক্রাইম সিন ইউনিট।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন