Logo
Logo
×

রাজধানী

পল্লবীতে বাসায় ঢুকে হামলা, ভাই-বোন গুলিবিদ্ধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৪ পিএম

পল্লবীতে বাসায় ঢুকে হামলা, ভাই-বোন গুলিবিদ্ধ

ফাইল ছবি

রাজধানী মিরপুরের মোহাম্মদ জসিম উদ্দিন (৪৪) ও মোছা. শাহিনুর বেগম নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা দুজন সম্পর্কে ভাই-বোন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় ভোর সোয়া ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ভোরের দিকে নারীসহ গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে আনা হয়েছে। আহত দুজন বর্তমানে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

আহত দুজনের ভগ্নিপতি আমির হোসেন জানান, তার শ্যালক জসিম টিভি শো-রুমের ব্যবসায়ী। মসজিদ থেকে নামাজ পড়ে শনিবার ভোরের তিনি বাসায় ফিরছিলেন। এ সময় বাসার সামনে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার শরিফ, তুহিন, শহিদুল, সুজন, রিয়াজের সঙ্গে কথা-কাটাকাটি হয় জসিমের। একপর্যায়ে শহিদুল জসীমউদ্দীনকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ করেন আমির হোসেন।

এতে জসিম উদ্দিনের ডান এবং বাম পায়ের হাঁটুর ওপরে দুটি গুলি লাগে। এ সময় তার বোন শাহিনুর বেগম ভাইকে বাঁচাতে এগিয়ে এলে শাহিনুর বেগমের ডান পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে বলেও জানান আমির হোসেন। পরে তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন