মেট্রোরেলের নতুন রেকর্ড : একদিনে ৪ লাখ যাত্রী পরিবহন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২০ পিএম

ফাইল ছবি
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) একদিনে সর্বোচ্চ ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করে নতুন মাইলফলক অর্জন করেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার ছিল মেট্রোরেলের জন্য রেকর্ড সংখ্যক যাত্রী পরিবহনের দিন, যা ঢাকায় মেট্রোরেল সার্ভিস চালুর পর থেকে সর্বোচ্চ।
ডিএমটিসিএল এই সাফল্যের জন্য যাত্রী, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে।
ঢাকা মেট্রোরেলের যাত্রী সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা নগরবাসীর মধ্যে গণপরিবহনের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মেট্রোরেলের কার্যকারিতার প্রমাণ। ভবিষ্যতে মেট্রোরেলের বর্ধিত রুট ও সার্ভিস উন্নয়নের মাধ্যমে আরও বেশি যাত্রী পরিবহনের সম্ভাবনা তৈরি হবে।