Logo
Logo
×

রাজধানী

কৃষি সচিব ড. এমদাদ উল্লাহ মিয়ানসহ ফ্যাসিষ্টদের অপসারণের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৬ পিএম

কৃষি সচিব ড. এমদাদ উল্লাহ মিয়ানসহ ফ্যাসিষ্টদের অপসারণের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ছবি : সংগৃহীত

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এমদাদ উল্লা মিয়াসহ ফ্যাসিবাদী প্রশাসনিক ব্যক্তিদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এ কর্মসূচিতে সরকারকে সাতদিনের আল্টিমেটাম দেওয়া হয়।

আন্দোলনকারীদের অভিযোগ

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগ ভারতে পালালেও সচিবালয় থেকে পালায়নি। সচিবালয়ের আমলারা এখনো নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সরকারের বিভিন্ন সেক্টরে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও সচিবালয়ের কিছু আমলা তা বাস্তবায়নে বাধা দিচ্ছেন। এসব স্বৈরাচারী আমলাদের অপসারণ না করা হলে দেশ ও জাতির মুক্তি সম্ভব নয়।

সমন্বয়কের বক্তব্য

ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীদের সমন্বয়ক নজরুল ইসলাম তুহিন বলেন, "কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এমদাদ উল্লা মিয়াসহ কিছু দুর্নীতিবাজ আমলা ঘুষ, পদায়ন বাণিজ্য ও অনিয়মের মাধ্যমে দেশের স্বার্থবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে, বিশ্ব ব্যাংকের পার্টনার প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অনিয়ম করে সরকারকে বিতর্কিত করতে চাইছেন। পাশাপাশি, রাজনৈতিক সুবিধা নিতে বিএনপি সংশ্লিষ্টদের নিয়োগ দিচ্ছেন এবং অর্থ পাচারের ষড়যন্ত্র করছেন। এই ফ্যাসিবাদী চক্রের অপসারণ জরুরি, নইলে কৃষি খাত ক্ষতিগ্রস্ত হবে এবং দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে।"

তিনি আরও বলেন, "কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আমল অতীতে ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছিলেন। এখনো তারা নতুন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই তাদের দ্রুত অপসারণ করতে হবে।"

বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা দ্রুত এসব আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন