রমজানে ঢাকা মহানগরীতে সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৩:৫৫ পিএম

ছবি : সংগৃহীত
ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন রমজান মাসে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ রাখতে হবে বলে নির্দেশ দিয়েছে সরকার।
বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় জানানো হয়, রমজানের সময়সীমার মধ্যে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।