Logo
Logo
×

রাজধানী

ভাষানটেকে বস্তিতে আগুন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১২:১৩ পিএম

ভাষানটেকে বস্তিতে আগুন

ছবি : সংগৃহীত

রাজধানীর ভাষানটেকের বিআরবি বস্তিতে বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট একযোগে কাজ করে এবং সকাল ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট মাত্র পনেরো মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। এ ছাড়া হতাহতের বিষয়েও এখনো কোনো তথ্য দেয়নি ফায়ার সার্ভিস। তবে আগুনে বেশ কিছু ঘর পুড়ে গেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

এদিকে, গতকাল বুধবার (৫ মার্চ) রাতে গাবতলীর শাহজাদপুর বস্তিতে আরেকটি অগ্নিকাণ্ড ঘটে। রাত ২টার দিকে আগুন লাগে এবং ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা প্রচেষ্টার পর রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সেই অগ্নিকাণ্ডে বস্তির শতাধিক ঘর পুড়ে যায় বলে জানা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন