ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগে বৈষম্যবিরোধীর আহ্বায়কসহ ১৪ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১১:৩১ পিএম

ছবি : সংগৃহীত
রাজধানীর কলাবাগানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৪ নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। তাদেরকে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান জানান, শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদের ১৪ জন নেতৃবৃন্দ।
অভিযোগ রয়েছে যে, অভিযুক্তরা রাজধানীর রাসেল স্কয়ারে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। এ সময় তারা কিছু টাকা-পয়সা ও চারটি কম্পিউটার নিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।