Logo
Logo
×

সারাদেশ

কুষ্টিয়ায় মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল ৪ স্কুলছাত্রীর

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১২ এএম

কুষ্টিয়ায় মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল ৪ স্কুলছাত্রীর

প্রতীকী ছবি

কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের চাপায় চার স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ফাতেমা ও সাদিয়া নামের আরও দুই শিক্ষার্থী। 

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মিম, তানজিলা ও বিথি। নিহত  মিম শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের মো. হানিফের মেয়ে, তানজিলা পালন শেখের মেয়ে ও বিথি হেলাল উদ্দিনের মেয়ে।

কুষ্টিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনর রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে আরবি পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। তারা রাস্তা পার হতে গেলে ঢাকা থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এসময় ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তানজিলা ও বিথি নামের আরও দুইজন মারা যায়। আহত ফাতেমা ও সাদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মাইক্রোবাসের চালক পালিয়ে গেছে। তবে মাইক্রোবাসের কেউ হতাহত হয়নি। 

এই দুর্ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন