Logo
Logo
×

সারাদেশ

দুপচাঁচিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম

দুপচাঁচিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি : সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন, গরুর রাখাল চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তছলিম উদ্দিন (৪৫) ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার মঙ্গলতারা গ্রামের সাইফুদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৪০)।

পুলিশ জানায়, মঙ্গলবার সমাকে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী পল্লীবিদ্যুৎ অফিসের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে নওগাঁগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রাকে থাকা গরুর রাখাল তছলিম উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত আরেক রাখাল আশরাফুলকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন