পাবনায় ট্রাকচাপায় করিমনের ৩ যাত্রী নিহত

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:০১ এএম

ছবি : সংগৃহীত
পাবনার সাঁথিয়া উপজেলায় ট্রাকচাপায় চাপায় করিমনের (তিন চাকার ইঞ্জিনচালিত ভ্যান) তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) ভোরে পাবনা-সাঁথিয়া সড়কের নন্দধপুরের রাঙামাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধনি (৫৫), খাইরুল ইসলাম খোকন (৩৫) ও রাসেল (২৮)। নিহত ও আহতদের বিস্তারিত নাম-ঠিকানা পাওয়া যায়নি।
সাঁথিয়া থানার পরিদর্শক (ওসি/তদন্ত) আব্দুল লতিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর সাড়ে ৪টার ট্টাকটি পাবনার দিকে যাচ্ছিল এবং নসিমন সাঁথিয়ার দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং ৫ কয়েকজন আহত হন। আর তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।