কক্সবাজারের টেকনাফের অপহৃত ২৭ জনের ১৮ জনকে উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ পিএম

কক্সবাজারের টেকনাফে অপহৃত বনকর্মীসহ ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদার পশ্চিমের গহীন পাহাড় থেকে স্থানীয় জনতা ও বন বিভাগের সহায়তায় পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন। তারা সোমবার সকালে পাহাড়ে গাছের চারা রোপণ করতে গিয়ে অপহরণের শিকার হন।
তবে সোমবার রাত ও মঙ্গলবার ভোরে অপহৃত বাকি ৯ জনকে এখনও উদ্ধার করা যায়নি। তাদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন টেকনাফ রেঞ্জের বন কর্মকর্তা আবদুর রশিদ। তিনি আরও জানান, গতকাল সকালে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া পাহাড়ে বন বিভাগের জমিতে গাছের চারা রোপণ করতে গিয়ে ১৮ জন অপহরণের শিকার হন। পরে মুক্তিপণ চেয়ে তাদের পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, উদ্ধার ব্যক্তিদের পাহাড় থেকে নামিয়ে থানায় আনা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য জানা যাবে।
এদিকে, মঙ্গলবার সকাল ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কে দুটি সিএনজি অটোরিকশা থামিয়ে চালকসহ ৮ জনকে অপহরণ করা হয় বলে জানিয়েছেন শামলাপুর সিএনজি অটোরিকশার লাইনম্যান মো. আবদুর রহিম। বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার শাহা জানিয়েছেন, এই অপহরণের ঘটনা শুনে অভিযান চালানো হচ্ছে।
গত সোমবার রাত ১১ টার দিকে বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার বাসিন্দা জসিম উদ্দিনকে অপহরণ করা হয়েছে বলে জানান বাহারছড়া ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম। সন্ত্রাসীরা ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে জসিমকে অপহরণ করে পাহাড়ের ভেতর নিয়ে যায়। বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন কুমার শাহা জানিয়েছেন, জসিমকে উদ্ধারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
টেকনাফ থানার তথ্যমতে, ২০২৪ সালের ১৮ আগস্ট থেকে এখন পর্যন্ত টেকনাফ থানায় অপহরণের মামলা হয়েছে ১৪টি। এসব মামলায় আসামির সংখ্যা অন্তত ৬৫ জন এবং এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩০ জনকে।