Logo
Logo
×

সারাদেশ

নতুন বছরে সিএনজি স্টেশন বন্ধের সময় ২ ঘণ্টা কমলো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ পিএম

নতুন বছরে সিএনজি স্টেশন বন্ধের সময় ২ ঘণ্টা কমলো

নতুন বছরের শুরুতে সিএনজি স্টেশনের বন্ধ থাকার সময়সীমা দুই ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। এতদিন দিনে পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হলেও, জানুয়ারির পুরো মাসে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন তিন ঘণ্টা বন্ধ থাকবে।

বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সব সিএনজি স্টেশনে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হতো। তবে ১ জানুয়ারি থেকে এই সময়সীমা দুই ঘণ্টা কমিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন