Logo
Logo
×

সারাদেশ

নোয়াখালীতে শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার দিয়ে বই উৎসব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১১:২৭ পিএম

নোয়াখালীতে শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার দিয়ে বই উৎসব

ছবি : সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে একটি বই বিতরণ অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত ও দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ব্যবহার করা হয়েছে। এ ঘটনা ঘটেছে চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ছবিসহ ব্যানারটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোড়ন ও সমালোচনা শুরু হয়। স্থানীয়রা অভিযোগ করেছেন, ইচ্ছাকৃতভাবে এমনটা করা হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজ বলেন, আমরা গত বছরের ব্যানার দিয়ে অনুষ্ঠান করেছি, যার ফলে এমনটা হয়েছে।

চাটখিল উপজেলার শিক্ষা কর্মকর্তা আবদুল হান্নান পাটওয়ারি জানান, বই বিতরণে কোনো উৎসব বা অনুষ্ঠান করার নির্দেশনা ছিল না। সাবেক প্রধানমন্ত্রীর ছবিসহ সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের বিষয়টি তার জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন