এই গণতান্ত্রিক আন্দোলনের রূপকার এবং ঘোষক তারেক রহমান: নজরুল ইসলাম আজাদ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১০:০৩ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে চলমান স্বৈরাচারবিরোধী আন্দোলন কোনো একদিনের বিষয় নয়। এটি গত ১৬-১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশবাসীর অংশগ্রহণে পরিচালিত একটি গণতান্ত্রিক আন্দোলন। তিনি উল্লেখ করেন, তারেক রহমান এই আন্দোলনের রূপকার এবং ঘোষক। ছাত্র আন্দোলনও এই বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভূমিকা রেখেছে।
রবিবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত দিনব্যাপী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিথীকা বিনতে হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারের উদ্দেশ্যে নজরুল ইসলাম আজাদ বলেন, "দেশের জনগণ গণতন্ত্র এবং ভোটাধিকারের জন্য লড়াই করছে। তারা এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে চায়, যা তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। তাই, সরকারের উচিত দ্রুত নির্বাচন আয়োজনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা। শুধু প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি এড়ানো যাবে না। জনগণ তাদের অধিকার পুনরুদ্ধার করতে প্রতিজ্ঞাবদ্ধ।" তিনি সরকারকে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার আহ্বান জানান।