Logo
Logo
×

সারাদেশ

সাভারে দুটি বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে আগুন ধরে নিহত ৪

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৯:৩০ এএম

সাভারে দুটি বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে আগুন ধরে নিহত ৪

সাভারে দুটি বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। ছবি : সংগৃহীত

সাভারে দুই বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে চারজন নিহত হয়েছেন। আগুন বাসেও ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও শিশু রয়েছে। তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।

ফায়ার সার্ভিস বলছে, বাস দুটি ধাক্কা দেওয়ার পর অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। আগুন বাসেও ছড়িয়ে পড়ে।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ম্যানেজার মেহেরুল জানান, সাভার থানাধীন রাজফুলবাড়িয়া এলাকায় থেমে থাকা একটি বাসের পেছনে একই দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দেয়। সেসময় একই দিকে থেকে আরও একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে অ্যাম্বুলেন্স থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়। 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, মরদেহ চারটি ভস্মীভূত হয়ে যাওয়ার কারণে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। পরিচয় শনাক্তকরণ ও ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

তিনি আরও বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে বেশ কিছু সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে সড়কটিতে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন