Logo
Logo
×

সারাদেশ

জাজিরা থানার ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৫:০২ পিএম

জাজিরা থানার ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

থানার ভেতর থেকে শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে জাজিরা থানা ভবনের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে থানা ভবনের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ঘটনার আসল কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পরে বাকিটা নিশ্চিত হওয়া যাবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন