Logo
Logo
×

সারাদেশ

দহগ্রামে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ, সীমান্তে উত্তেজনা

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৯:৫৩ এএম

দহগ্রামে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ, সীমান্তে উত্তেজনা

পাটগ্রামে সীমান্ত আইন লঙ্ঘন করে প্রায় আধা কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে ভারত শূন্যরেখায় বিএসএফ কাঁটাতারের বেড়া তৈরির চেষ্টা করলে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা এ কাজকে সীমান্ত আইন লঙ্ঘন বলে প্রতিবাদ জানায়।

বিজিবির বাধার পর কিছু সময় কাজ বন্ধ থাকলেও পরে আবার বেড়া নির্মাণ শুরু হয়। এ ঘটনার পর সীমান্তের দুই পাশে বিজিবি ও বিএসএফের সদস্যরা সতর্ক অবস্থান নেয় এবং স্থানীয় লোকজনও ঘটনাস্থলে জড়ো হয়।

শুক্রবার সকালে মেইন পিলার ৮-এর ৩৭ থেকে ৪৬ নম্বর সাব পিলারের মধ্যে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ভারতীয় শ্রমিকদের দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। বিজিবি জানিয়েছে, ভারতের রানীনগর ৬ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে এই বেড়া নির্মাণের চেষ্টা করছে।

দহগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল ইসলাম বলেন, "বিএসএফ অবৈধভাবে কাঁটাতারের বেড়া তৈরি শুরু করেছে। শূন্যরেখা থেকে এটি সরানো না হলে আমরা আন্দোলন গড়ে তুলব।"

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক আমীর খসরু জানান, বিজিবি ও বিএসএফের সেক্টর এবং ব্যাটালিয়ন পর্যায়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। আজ শনিবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করবেন। পতাকা বৈঠকের মাধ্যমে উত্তেজনাকর পরিস্থিতির সমাধান খোঁজা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন