Logo
Logo
×

সারাদেশ

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের, আহত ৯

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০১:৪২ পিএম

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের, আহত ৯

ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বাসুবাজার এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পিয়াস (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়। এ সময় আরও ৫ জন আহত হন, যাদের মধ্যে সিফাতসহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত পিয়াস উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মো. মনজুর ছেলে। আহতদের মধ্যে সাব্বির হোসেন ও জাহেদ হোসেনসহ বাকিদের পরিচয় পাওয়া যায়নি। তারা উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর গ্রামসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, অটোরিকশাটি মির্জাপুর এলাকা থেকে কালীবাজার দিকে আসছিল। মোটরসাইকেলযোগে পিয়াস বাড়ির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় আহত অবস্থায় পিয়াসসহ ৬ জনকে সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পিয়াসকে মৃত ঘোষণা করেন। আহত সিফাতসহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকিদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

অপরদিকে, বিকেলে সদর উপজেলার পিয়ারাপুর এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ হোসেন (২৩) নামে এক যুবক মারা যান। তিনি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও চারজন আহত হন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই পিয়াস নামে একজন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় সিফাত ও তামিম নামে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকিদের হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বিকেলেও একটি সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন এবং চারজন আহত হয়েছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন