সীমান্তের ঘটনা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান, বিএসএফ এর দুঃখ প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:২৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও কিছু ভারতীয় নাগরিক বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করে আম গাছের ডাল কাটার চেষ্টা চালায়। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়দের সম্মিলিত প্রতিরোধে তারা পিছু হটে।
এ ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, আহতদের মধ্যে আসমাউল (১৮) ও বাবু (২৬)-এর নাম নিশ্চিত হওয়া গেছে। বিএসএফ সদস্যরা ৪টি সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে এবং ভারতীয়রা পাথর ছোড়ে। পরে তারা কাটা গাছ ও ডালপালা ফেলে পালিয়ে যায়।
ঘটনার পর বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পতাকা বৈঠকে বিএসএফ এ ঘটনাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে অনুরোধ করে।
বিনোদপুর ইউনিয়নের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, “বিজিবির মাইকিং শুনে আমরা তাদের সহযোগিতায় এগিয়ে যাই। বিএসএফ ও ভারতীয়রা সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, ককটেল ও পাথর ছোড়ে। তারা জয় শ্রীরাম স্লোগান দেয়, আর আমরা আল্লাহু আকবার স্লোগান দিয়ে তাদের প্রতিরোধ করি। পরে তারা কাটা গাছ ফেলে পালিয়ে যায়।”
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “সীমান্তের মধ্যে গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
সীমান্ত এলাকায় এখন পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে বিজিবি।