Logo
Logo
×

সারাদেশ

আট মাসের সমস্যা সাত দিনেই সমাধান করলেন নারায়ণগঞ্জ জেলার নবাগত ডিসি জাহিদুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৬:৩৪ পিএম

আট মাসের সমস্যা সাত দিনেই সমাধান করলেন নারায়ণগঞ্জ জেলার নবাগত ডিসি জাহিদুল

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দায়িত্ব গ্রহণের পরদিনই স্থানীয় সাংবাদিকদের সঙ্গে জেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সভায় একজন সাংবাদিক অভিযোগ করেন, নারায়ণগঞ্জ সদর থানার ফলপট্টি এলাকায় ২ নাম্বার রেল সিগনালে স্থায়ী গেট না থাকায় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। চাষারা রেল স্টেশনের অধীন চারটি ক্রসিংয়েও স্থায়ী গেট না থাকায় রশি দিয়ে কাজ চালানো হচ্ছে, যা যাত্রী এবং গেটম্যান উভয়ের জন্য বিপজ্জনক।

অভিযোগ শুনে ডিসি সরেজমিনে তদন্ত করতে একজন স্টাফকে ছবি ও ভিডিও করতে পাঠান। ছবি ও ভিডিও দেখে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে ডিসি জাহিদুল রেল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত সব রেল ক্রসিংয়ে স্থায়ী গেট স্থাপনের অনুরোধ করেন। এরপর রেল কর্মকর্তারা দ্রুত গেট নির্মাণ কাজ শুরু করেন।

গতকাল বুধবার নারায়ণগঞ্জ সদর থানার ফলপট্টি এলাকার ২ নাম্বার গেটে স্থায়ী গেট নির্মাণ কাজ শেষ হয়। আজ বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শনে দেখা যায়, দায়িত্বরত গেটম্যান সরল রায় ঝুঁকিমুক্তভাবে দায়িত্ব পালন করছেন। সরল রায় জানান, ডিসি স্যারের নির্দেশে স্থায়ী গেট নির্মিত হয়েছে, যা তার দায়িত্ব পালনকে সহজ করেছে।

গেটম্যান সরল রায় এবং ১ নাম্বার গেটের গেটম্যান রেজাউল ইসলাম উভয়ে জেলার নবাগত জেলা প্রশাসক জাহিদের প্রশংসা করেন। সিগনালে আটকে থাকা রিক্সা যাত্রী নিগার সুলতানা লতা বলেন, সামান্য এই সমস্যা সমাধানে ডিসি স্যারের হস্তক্ষেপ প্রয়োজন হলো, রেলের কর্মকর্তাদের কাজ কী?

নারায়ণগঞ্জ সদর রেল স্টেশনের স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, তাদের এলাকায় আগে রশি দিয়ে কাজ চালানো হতো, এখন স্থায়ী গেট নির্মাণ হয়েছে। চাষারা রেল স্টেশনের চারটি সিগনালের কোথাও স্থায়ী গেট না থাকায় রশি দিয়ে কাজ চলছে, এবং ব্যারিয়ার নির্মাণের দায়িত্ব রেলওয়ের ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের।

বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল ইঞ্জিনিয়ার সিরাজ জিন্নাত বলেন, ডিসির সঙ্গে আলোচনা করে সমস্যাগুলোর সমাধান করতে স্থায়ী গেট পুনর্নির্মাণ করা হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনা ঘটার আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে এবং নারায়ণগঞ্জবাসীর নিরাপদ রেল যাত্রার জন্য সব পদক্ষেপ নেওয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন