নরসিংদীতে আধিপত্য বিস্তারে আ’লীগের দুপক্ষের সংঘর্ষ, নিহত ২

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১২:২৩ পিএম

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ছবি : সংগৃহীত
নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
রবিবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাঁশগাড়ি এলাকার জহুর আলীর ছেলে আলমগীর হোসেন আলম ও একই এলাকার জসিম উদ্দিনের ছেলে আলী আহম্মদ।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থিত জাকির হাসান রাতুল ও নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের সঙ্গে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরেই রবিবার সকালে দুই পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের রায়পুরা ও নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে দলগতভাবে বিষয়টি ভিন্নভাবে প্রভাবিত করার জন্য সেটিকে আধিপত্য বিস্তার নয় বলেও দাবি করেন নিহতের স্বজনরা।
ওসি বলেন, আমরা ঘটনাস্থলে আছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।