Logo
Logo
×

সারাদেশ

বাংলাদেশে সুলভমূল্যে বিদ্যুৎ দিতে আগ্রহী চীন

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০১:৫৭ পিএম

বাংলাদেশে সুলভমূল্যে বিদ্যুৎ দিতে আগ্রহী চীন

ফাইল ছবি

চীন বাংলাদেশের মানুষকে সুলভমূল্যে বিদ্যুৎ সরবরাহের আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে গাজীপুরের শফিপুর বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।  

চীনা রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের মানুষকে সুলভমূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে চায় চীন। বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশেই বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে আমাদের৷’

জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের পাশে থাকার অঙ্গীকার করে ইয়াও ওয়েন বলেন, ‘দুদেশের সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশের উন্নয়নের বিশ্বস্ত ও স্থায়ী সহযোগী হতে চায় চীন।’

এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ অংশীদার। চীনের বিজ্ঞান, প্রযুক্তি ও ভাষা বাংলাদেশের মানুষকে আধুনিক উৎকর্ষতা অর্জনে সহায়তা করেছে।’

চীনের কাছ থেকে চাওয়া-পাওয়ার অনেক কিছু রয়েছে জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘চীন ও জামায়াতে ইসলামী মানুষদের পাশে ছিল, পাশে রয়েছে এবং পাশে থাকবে৷’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন