Logo
Logo
×

সারাদেশ

৩০ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল, দুর্ভোগের অবসান

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৯ এএম

৩০ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল, দুর্ভোগের অবসান

ছবি : সংগৃহীত

মাইলেজ সমস্যাসহ বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন রেলের রানিং স্টাফরা। কর্তৃপক্ষ সমস্যার সমাধানের আশ্বাস দিলে তারা কর্মবিরতি প্রত্যাহার করেন, ফলে ৩০ ঘণ্টা পর সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে রানিং স্টাফরা ট্রেন চলাচল বন্ধ রাখেন। পরে মঙ্গলবার (২৮ জানুয়ারি) একাধিক বৈঠকের পর রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান তাদের আশ্বাস দিলে মধ্যরাতে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়ন কর্মবিরতি প্রত্যাহার করে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা ১০ মিনিটে রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়। এরপর পর্যায়ক্রমে মধুমতী, বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেসসহ অন্যান্য ট্রেনও নির্ধারিত গন্তব্যে যাত্রা শুরু করে।

ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। সিল্কসিটি এক্সপ্রেসের যাত্রী রমজান আলী বলেন, “মঙ্গলবার অনেকেই গন্তব্যে যেতে পারেননি, কেউ কেউ স্টেশনেই রাত কাটিয়েছেন। তবে ট্রেন চলাচল শুরু হওয়ায় স্টেশনে সকাল থেকেই যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে।”

রাজশাহী স্টেশন মাস্টার শহিদুল আলম জানান, সব ট্রেন চলাচল শুরু হলেও বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস ২০ মিনিট দেরিতে ছেড়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন