ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত, খুলনাসহ ১৬ জেলায় তেল সরবরাহ শুরু

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১১:২৪ এএম

ছবি : সংগৃহীত
প্রশাসনের আশ্বাসে অবশেষে কর্মবিরতি স্থগিত করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৮টায় পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও ১৬ জেলায় সরবরাহ শুরু হয়।
শ্রমিক নেতারা জানিয়েছেন, প্রশাসনের প্রতিশ্রুতি ও জনদুর্ভোগের কথা চিন্তা করে তারা কর্মবিরতি স্থগিত করেছেন। তবে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আবারও কর্মসূচি নেওয়া হতে পারে।
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজু বলেন, “আমাদের দাবি আদায়ের ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তাই আমরা কর্মবিরতি স্থগিত করেছি। তবে যদি মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা-কর্মীদের হয়রানি করা হয়, তাহলে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে।”
গত রবিবার (২৬ জানুয়ারি) থেকে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেপ্তারের প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। বিএনপির অফিস ভাঙচুর মামলায় সোমবার ও মঙ্গলবার আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
কর্মবিরতির কারণে খুলনার বেশিরভাগ পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ হয়ে পড়ে। মজুত ফুরিয়ে যাওয়ায় অনেক চালককে তেল না পেয়ে ফিরে যেতে হয়, যা চরম দুর্ভোগ সৃষ্টি করে। তবে কর্মবিরতি স্থগিতের পর আবারও তেল সরবরাহ শুরু হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।