Logo
Logo
×

সারাদেশ

বরিশালে বাস শ্রমিকদের ধর্মঘট, ১৯ রুটে যান চলাচল বন্ধ

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১২:৫৭ পিএম

বরিশালে বাস শ্রমিকদের ধর্মঘট, ১৯ রুটে যান চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

বরিশালের রুপাতলী বাস টার্মিনালের শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে পাঁচ জেলার ১৯টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল বিএম কলেজের এক ছাত্রীকে হাফ ভাড়া না দেওয়াকে কেন্দ্র করে হেলপারের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে শিক্ষার্থীরা রুপাতলী বাস টার্মিনালে গিয়ে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়ান। এসময় পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস, কয়েকটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর প্রতিবাদে শ্রমিকরা বুধবার (২৯ জানুয়ারি) থেকে বরিশালের সঙ্গে বরগুনা, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী ও কুয়াকাটার বাস চলাচল বন্ধ করে দেয়। শ্রমিকরা হামলাকারীদের বিচার দাবি করেছেন।

এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন