Logo
Logo
×

সারাদেশ

তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু, লাখো মুসল্লির ঢল

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৯:৪৫ এএম

তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু, লাখো মুসল্লির ঢল

ফাইল ছবি

টঙ্গীর তুরাগ তীরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুক্রবার (৩১ জানুয়ারি) ফজরের পর আনুষ্ঠানিকতা শুরু হয়। দেশ-বিদেশের লাখো মুসল্লি মূল প্যান্ডেলে অবস্থান নিয়েছেন।

ইজতেমার প্রথম পর্ব তাবলিগের শুরায়ে নেজামি আয়োজন করছে, যা ছয় দিনব্যাপী হবে। প্রথম ধাপে ৪১ জেলার মুসল্লি অংশ নিচ্ছেন, যা ২ ফেব্রুয়ারি শেষ হবে। এরপর ২৩ জেলার অংশগ্রহণে দ্বিতীয় ধাপ ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

আজ ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হবে। মুসল্লিরা সড়ক, রেল ও নৌপথে ইজতেমা ময়দানে ছুটে আসছেন।

নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, সিসি ক্যামেরা মনিটরিং এবং ১০ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে। ইজতেমার দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও বিশ্ব মুসলিমদের এই বৃহৎ ধর্মীয় সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন