Logo
Logo
×

সারাদেশ

সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের নিহত ৪

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৩ পিএম

সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের নিহত ৪

ছবি : সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা শিংলাবো এলাকা থেকে সিলেটে ঘুরতে যাওয়ার পথে ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা শিংলাবো এলাকার সুলতান উদ্দিন ভূঁইয়ার ছেলে দুবাই প্রবাসী সোহেল ভূঁইয়া (৩৩), সোহেল ভুইয়ার শালী সায়মা আক্তার ইতি, জেঠায়েস শামীমা ইয়াসমিন, ও সায়মা আক্তার ইতির শিশু সন্তান আয়ান। এছাড়া মুমূর্ষ অবস্থায় সোহেল ভূঁইয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া। তিনি জানান, সকাল ৭টা ৫০ মিনিটে ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

তারা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। প্রাইভেটকার যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা শিংলাবো এলাকা থেকে সিলেটে ঘুরতে যাচ্ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাককে জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।

নিহত সোহেল ভূঁইয়ার ফুফু আসমা বেগম জানান, তিন দিন আগে ভাতিজা সোহেল ভূঁইয়া অল্প সময়ের জন্য দুবাই থেকে বাড়ি আসেন। আগামী ৫ ফেব্রুয়ারি আবারও দুবাই চলে যাওয়ার কথা ছিল। ভোর রাতে সিলেটে ভ্রমণের উদ্দেশ্যে সোহেল ভূঁইয়া, সায়মা আক্তার ইতি, শামীমা ইয়াসমিন এবং আয়ানকে নিয়ে রওনা দেন। পরে তারা জানতে পারেন, ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় দুর্ঘটনা ঘটে এবং চারজনই মারা যান। এছাড়া সোহেলের স্ত্রী সাবিনা ইয়াসমিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হওয়ার সংবাদ পেয়ে নিহতদের পরিবারের আত্মীয়-স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন