রূপগঞ্জে সিলিন্ডার গ্যাসের গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৯ পিএম

ছবি : সংগৃহীত
রূপগঞ্জের সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় সিলিন্ডার গ্যাসের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
পূর্বাচল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আল মাসুদ জানান, গোয়ালপাড়া এলাকার মিলন মিয়ার বাড়িতে ভাড়া নিয়ে গোলাম কিবরিয়া ব্যালেডিয়াস বিজনেস সলুশন নামের ব্যানারে চার বছর ধরে সিলিন্ডার গ্যাসের ব্যবসা পরিচালনা করছিলেন। দোকানের পেছনে একটি গুদামও তৈরি করেছিলেন, যেখানে বিভিন্ন সাইজের ৫ শতাধিক সিলিন্ডার গ্যাস ছিল।
তিনি আরও জানান, বিকেল সোয়া চারটার দিকে সিলিন্ডার গ্যাসের গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়। ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামে প্রায় ৫ শতাধিক গ্যাস সিলিন্ডার ছিল, যার দুই তৃতীয়াংশ সিলিন্ডার গ্যাস ভর্তি ছিল। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি।