ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১১ এএম

ছবি : সংগৃহীত
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টা থেকে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নদী ও আশপাশের এলাকায় ঘন কুয়াশার কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
তবে আশ্বস্ত করে তিনি বলেন, কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।