Logo
Logo
×

সারাদেশ

শরীয়তপুরে সন্ত্রাসী হামলায় ৪ সাংবাদিক আহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৯ পিএম

শরীয়তপুরে সন্ত্রাসী হামলায় ৪ সাংবাদিক আহত

ছবি: সংগৃহীত

শরীয়তপুরে দৈনিক সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজনের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ সময় তাকে বাঁচাতে গেলে আরও তিন সাংবাদিক আহত হন। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ হামলা হয়।  

আহতরা হলেন: 

সোহাগ খান সুজন (দৈনিক সমকাল)  

বিধান মজুমদার অনি (নিউজ২৪ ও জাগো নিউজ)  

নয়ন দাস (বাংলা টিভি)  

সাইফুল ইসলাম আকাশ (দেশ টিভি)  

তাদের মধ্যে গুরুতর আহত সোহাগ খান সুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ২৮ জানুয়ারি শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কাজী মোহাম্মদ ইলিয়াস এক রোগীর ব্যবস্থাপত্র ছুড়ে ফেলেন। এ নিয়ে সংবাদ প্রকাশ করেন স্থানীয় সাংবাদিকরা।  

এরপর ক্লিনিক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয়ধারী নুরুজ্জামান শেখ ওই চিকিৎসকের পক্ষে একটি অনলাইন পোর্টালে প্রতিবেদন প্রকাশ করেন। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।  

এরই জেরে সোমবার দুপুরে নুরুজ্জামান শেখ, তার ভাই শামীম শেখসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র, ছুরি ও হাতুড়ি নিয়ে সোহাগ খান সুজনের ওপর হামলা চালান। তাকে রক্ষা করতে গেলে আরও তিন সাংবাদিক আহত হন।  

সাংবাদিক সোহাগ খান সুজন বলেন, "সংবাদ প্রকাশের কারণে নুরুজ্জামান শেখ ক্ষিপ্ত ছিলেন। অফিসে যাওয়ার পথে তিনি ও তার সহযোগীরা আমার ওপর হামলা চালান। আমি এর বিচার চাই।"

শরীয়তপুর পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, "সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে হাসপাতালে গিয়ে খোঁজ নিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন