Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় আত্মীয়ের দাফন দাফন শেষে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪ এএম

বগুড়ায় আত্মীয়ের দাফন দাফন শেষে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু

ছবি : সংগৃহীত

বগুড়ায় আত্মীয়ের দাফন শেষে ফেরার পথে এক গৃহবধূ ট্রাকের চাপায় নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়া এলাকায় টিএমএসএস সিএনজি পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রেহেনা বেগম (৩০) বগুড়া সদরের দশটিকা দক্ষিণপাড়া এলাকার সবুজ সরকারের স্ত্রী। দুর্ঘটনায় সবুজ সরকারও গুরুতর আহত হন। পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে।

বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় সবুজ সরকার তার স্ত্রী রেহেনা বেগমকে নিয়ে মোটরসাইকেলে শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় এক আত্মীয়ের জানাজা ও দাফনে গিয়েছিলেন। দাফন শেষে বাড়ি ফেরার পথে টিএমএসএস পাম্প থেকে মোটরসাইকেলের তেল নেওয়ার পর রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই রেহেনা বেগম মারা যান এবং গুরুতর আহত হন সবুজ সরকার। পরে ট্রাকচালক ও ট্রাকটি আটক করা হয়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহত সবুজ সরকার ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে হাইওয়ে পুলিশ কাজ করছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন