বাগেরহাটের টমেটো যাচ্ছে মালয়েশিয়া

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৫ এএম

ছবি : সংগৃহীত
বাগেরহাটের টমেটো চাষিরা যখন চাহিদার অভাবে হতাশ, তখনই নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে—দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারে পা রেখেছে এখানকার টমেটো।
শীতের শেষ ভাগে বাজারে টমেটোর দাম পড়ে যাওয়ায় অনেক চাষি জমি থেকে ফসল তোলা বন্ধ করে দেন। অথচ, এবারই প্রথম বাগেরহাট থেকে সরাসরি মালয়েশিয়ায় রপ্তানি হয়েছে ৪০ টন টমেটো, যা নতুন আশার সঞ্চার করেছে চাষিদের মধ্যে। ইতোমধ্যে আরও ২৬ টন রপ্তানির প্রস্তুতি চলছে।
উচ্চফলনশীল বাহুবলী, বিউটিফুল-২, বিপুল প্লাস, পিএম-১২২০, ও মিন্টু সুপার জাতের সুস্বাদু টমেটো রপ্তানি হচ্ছে মালয়েশিয়ায়। জেলার চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলায় ঘুরে দেখা গেছে, মাঠভরা টমেটোর সমারোহ।
শুরুতে লোকসানের মুখে পড়লেও রপ্তানির সুবাদে কৃষকরা নতুন করে স্বপ্ন দেখছেন। তরুণ উদ্যোক্তা প্রকৌশলী ফয়সাল আহম্মেদের উদ্যোগে রপ্তানি কার্যক্রম শুরু হয়। স্থানীয় কৃষকদের কাছ থেকে ১২-১৩ টাকা কেজি দরে টমেটো কিনে তা বায়ারদের মাধ্যমে বিদেশে পাঠানো হচ্ছে।
বাগেরহাট কৃষি বিভাগের উপপরিচালক শংকর কুমার মজুমদার জানান, এবার বাগেরহাটে টমেটোর বাম্পার ফলন হয়েছে, এবং রপ্তানির মাধ্যমে কৃষকরা লাভবান হচ্ছেন। ভবিষ্যতে টমেটোর পাশাপাশি অন্যান্য সবজি যেমন পটল, লাউ, শিম ও কচুর লতিও রপ্তানির পরিকল্পনা রয়েছে।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গারফা গ্রামে তরুণ উদ্যোক্তা প্রকৌশলী ফয়সাল আহম্মেদ জানান, তিনি এর আগে মরু অঞ্চলের সাম্মাম ও শীতপ্রধান অঞ্চলের লিলিয়াম ফুল চাষ করে সাড়া ফেলেছিলেন। এবার বাগেরহাটের কৃষিতে নতুন বিপ্লব আনতে চলেছেন। তার এই উদ্যোগ জেলার কৃষকদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছে।