Logo
Logo
×

সারাদেশ

উত্তরবঙ্গে পেট্রলপাম্পের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৫ পিএম

উত্তরবঙ্গে পেট্রলপাম্পের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার

ছবি : সংগৃহীত

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এ ধর্মঘটের কারণে বিভিন্ন এলাকার যানবাহনের চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ভোগান্তিতে পড়েন।

দুপুরে পেট্রলপাম্পের মালিকদের সঙ্গে বগুড়া জেলা প্রশাসন বৈঠকে বসে এবং সেখানে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা হয়। বিকেল ৪টার দিকে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

উত্তরবঙ্গে পেট্রলপাম্পের মালিক ও কর্মচারীদের এই ধর্মঘট আট ঘণ্টা স্থায়ী ছিল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন