Logo
Logo
×

সারাদেশ

কাঁচপুর সেতুর ঢালে বাসচাপায় অটোরিকশার যাত্রী মা-ছেলেসহ নিহত ৩

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫২ পিএম

কাঁচপুর সেতুর ঢালে বাসচাপায় অটোরিকশার যাত্রী মা-ছেলেসহ নিহত ৩

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসের চাপায় নারী ও শিশুসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনা ঘটে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাঁচপুর সেতুর ঢালে।

নিহতদের মধ্যে রয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম সীচা এলাকার আশরাফুল আলমের স্ত্রী কাকলী আক্তার (৩৫) ও তার ছেলে আরিয়ান আহাম্মেদ রাফি (৫) এবং রংপুরের পীরগাছা উপজেলার সুকানপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে ও অটোরিকশার চালক আনিসুর রহমান (২৩)।

কাকলী আক্তার কাঁচপুর এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং সোনাপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, সিদ্ধিরগঞ্জ থেকে উল্টোপথে আসা অটোরিকশাটি ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সামনে পড়ে যায়। এতে বাসের চাপায় অটোরিকশার তিনজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, খবর পেয়ে লাশগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন