গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীকে গুলি করেছে দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩২ পিএম

ছবি : সংগৃহীত
গাজীপুরে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সহযোগী। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম মোবাশশির হোসাইন, যিনি গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোগী।
মোবাশশির হোসাইন জানান, আন্দোলনের কর্মসূচি শেষ হওয়ার পর আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, যা তার ডান হাতে বিদ্ধ হয়।
তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বিষয়টি গাজীপুরের পুলিশ সুপারকে জানিয়েছেন। পুলিশ আসার পর তিনি তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন।