
ছবি : সংগৃহীত
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবারের ইজতেমা একটি বিশেষ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। কারণ, প্রথমবারের মতো শবে বরাতের রাতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে।
আজ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পর্ব চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
শবে বরাতের পুণ্যময় রজনীতে, মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করবেন। এর পাশাপাশি নির্ধারিত সময়ে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার সমাপ্তি হবে।
এর আগে, ৯ ফেব্রুয়ারি (রবিবার) দুপুর ১২টায়, গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে বিশ্ব ইজতেমা ময়দান বুঝে নেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপ ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।