Logo
Logo
×

সারাদেশ

"যারা কোরআন ও ইসলামের কথা বলেন, তারা ধর্ম ব্যবসায়ী নন"

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১১ পিএম

ছবি : সংগৃহীত

জনপ্রিয় ইসলামিক স্কলার ও গবেষক ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, এ দেশের প্রকৃত পরিচয় ইসলাম। যারা কোরআন ও ইসলামের কথা বলেন, তারা ধর্ম ব্যবসায়ী নন। আলেমদের বিরোধিতা করবেন না, আলেমবিদ্বেষী হবেন না। ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে দুনিয়া ও আখেরাত দুটোই হারিয়ে যাবে।  

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত বিশাল তাফসির মাহফিলে লাখো তৌহিদি জনতার উদ্দেশে তিনি এসব কথা বলেন।  

ড. আজহারি বলেন, আমরা ইসলাম ছাড়া অন্য কিছু মানবো না, মানি না। ইসলামবিরোধী কোনো মতবাদও মানবো না। যারা ইসলামকে দমন করতে চায়, তারা জানে না ইসলাম কী। ইসলাম হলো চারা গাছের মতো, একে জমিনে রোপণ করলে শাখা-প্রশাখার মতো আকাশের দিকে বিস্তৃত হয়।  

তিনি আরও বলেন, বিশ্বাসই পৃথিবীর সবচেয়ে মূল্যবান বিষয়। পারিবারিক ও সামাজিক সম্পর্ক বিশ্বাসের ওপর টিকে থাকে। একজন মুমিন বেঁচে থাকলে আল্লাহ পৃথিবী ধ্বংস করেন না। তাই ঈমানই সফলতার মাপকাঠি।  

ড. আজহারি বলেন, মিথ্যা বলা বড় পাপ। মোবাইল ফোনের কারণে মিথ্যা আরও বেড়েছে। অনেকে আদালতে মিথ্যা সাক্ষ্য দেন, যার ফলে অনেক নিরপরাধ মানুষের শাস্তি হয়। অথচ আমাদের নবী (সা.) জীবনে কখনও মিথ্যা বলেননি। সত্য মানুষকে পুণ্যের পথে চালিত করে, আর মিথ্যা পাপের দিকে নিয়ে যায়।  

তিনি আরও বলেন, ধৈর্যশীল নারী ও পুরুষদের আল্লাহ পছন্দ করেন। বিপদে ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্যের ফল মিষ্টি। যারা ধৈর্য ধারণ করেন, তারা জীবনে সফল হন।  

মাহফিল শুরুর অনেক আগেই লাখো জনতা উপস্থিত হন। সকাল সাড়ে ১১টার মধ্যেই সার্কিট হাউস মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মানুষের বিশাল সমাগমের কারণে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হলে বাংলালিংক অস্থায়ী টাওয়ার স্থাপন করে।  

মাহফিলকে সফল করতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামি দল ও প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। ১৬ একর বিস্তৃত সার্কিট হাউস মাঠ ছাড়াও আশপাশের পার্ক ও সড়কে মানুষের ঢল নামে। প্রায় ১০ লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল বলে ধারণা করা হয়।  

মাহফিলের সুব্যবস্থাপনার জন্য ১০ হাজার স্বেচ্ছাসেবক, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।  

শতবর্ষী আলেম হাফেজ মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে এবং আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় মাহফিল অনুষ্ঠিত হয়।  

শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন ও যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সোহেল।  

বয়ান করেন শাইখ শাহ ওয়ালী উল্লাহ, শাইখ মুহাম্মদ জামাল উদ্দিন ও মাওলানা মনিরুল ইসলাম মজুমদার।  

ড. মিজানুর রহমান আজহারি মঞ্চে উপস্থিত হলে আয়োজক কমিটি, আল ইসলাম ট্রাস্ট ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ বিএনপির নেতারাও তাকে শুভেচ্ছা জানান।  

সকাল ৮টায় মাহফিল শুরু হয়ে বিকেল ৪টায় ড. আজহারির বক্তব্য ও দোয়ার মাধ্যমে শেষ হয়। মাহফিলে বিশাল প্যান্ডেল, ২২টি এলইডি স্ক্রিন, তিনটি মেডিকেল ক্যাম্প, ৪০০+ অজুখানা ও পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থাও রাখা হয়।  

সার্বিকভাবে মাহফিলকে কেন্দ্র করে পুরো নগরী অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল, যেন মানুষের স্রোত শুধুই মাহফিলের দিকে প্রবাহিত হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন