
ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের কাছে স্বীকৃত বিশ্ব খুনি। রোববার (১৬ ফেব্রুয়ারি) ফেনীর আলীয়া মাদ্রাসা মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার সময় এসেছে। তিনি জানান, শেখ হাসিনার পতন সুনিশ্চিত, তবে এর জন্য কত রক্তের প্রয়োজন হবে তা জানা যায়নি। তিনি আইনশৃঙ্খলার প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, জনগণের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য বেশি সংস্কারের বুলি আওড়ানো চলবে না। স্পষ্ট করে জানিয়ে দেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং কোনও ধরনের বিলম্বকে তিনি সমর্থন করবেন না।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু।