Logo
Logo
×

সারাদেশ

ভারতের কাছে অনেক কিছু বেচে দিয়েছে কিন্তু তিস্তার একফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৩ পিএম

ভারতের কাছে অনেক কিছু বেচে দিয়েছে কিন্তু তিস্তার একফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ

ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত ১৫ বছরে ভারতের কাছে বাংলাদেশ থেকে বহু কিছু বিক্রি করা হয়েছে, কিন্তু তিস্তার একফোঁটা পানিও আনতে পারেনি আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, শুধু তিস্তা নয়, ৫৪টি অভিন্ন নদীর উজানে ভারত বাঁধ নির্মাণ করে পানি তুলে নিচ্ছে, বিদ্যুৎ উৎপাদন করছে, যার ফলে বাংলাদেশের মানুষ ফসল ফলাতে পারছে না এবং জীবন-জীবিকা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি উল্লেখ করেন যে জেলেরা মাছ ধরতে পারছেন না এবং প্রত্যেক মানুষ কষ্টের মধ্যে পড়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেলসেতু পয়েন্টে 'জাগো বাহে, তিস্তা বাঁচাই' কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ পানির ন্যায্য হিস্যার দাবি আদায়ে তিস্তা বিস্তৃত রংপুর অঞ্চলের ১১টি পয়েন্টে একযোগে ৪৮ ঘণ্টার কর্মসূচি পালন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।

মির্জা ফখরুল বলেন, তিস্তা বাঁচানোর ডাক আমাদের অন্তরের ডাক এবং আমরা ১৫ বছর ধরে ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। তিনি উল্লেখ করেন যে ৩৬ দিনের সকলের লড়াইয়ের মাধ্যমে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন এবং বর্তমানে দিল্লিতে বসে বিভিন্ন হুকুম-আদেশ দিচ্ছেন।

তিনি বলেন, এই সংগ্রাম আমাদের বাঁচা-মরার সংগ্রাম এবং তিস্তাপাড়ের মানুষের সংগ্রামকে কখনও বন্ধ হতে দেবো না। অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি বলেন, তিস্তার বিষয়ে মুখ খুলতে হবে এবং ভারতের কাছে পানির ন্যায্য হিস্যার দাবি জানাতে হবে। তিনি ভারতের উদ্দেশে বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে তিস্তার পানি দিতে হবে, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করতে হবে এবং আমাদের সঙ্গে বড় দাদার মতো আচরণ বন্ধ করতে হবে। তিনি বলেন, আমরা আমাদের হিস্যা বুঝে নিতে চাই এবং সম্মানের সঙ্গে বন্ধুত্ব করতে চাই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন