Logo
Logo
×

সারাদেশ

তিস্তায় ৪৮ ঘণ্টার নদী রক্ষা কর্মসূচিতে মানুষের ঢল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৪ পিএম

তিস্তায় ৪৮ ঘণ্টার নদী রক্ষা কর্মসূচিতে মানুষের ঢল

ছবি : সংগৃহীত

তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন তিস্তার পানিবণ্টন চুক্তি এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 'জাগো বাহে তিস্তা বাঁচাই' স্লোগানে ৪৮ ঘণ্টার কর্মসূচি ঘোষণা করেছে। প্রথম দিন, দেশের সবচেয়ে বড় তিস্তা ব্যারাজ প্রকল্প এলাকাতে কর্মসূচি শুরু হয়েছে। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ তিস্তা ব্যারাজে আসতে শুরু করেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে এ কর্মসূচি শুরু হয়েছে এবং টানা ৪৮ ঘণ্টা চলবে। কর্মসূচি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে তিস্তা নদীতে মঞ্চ তৈরি সহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এর আগে, সোমবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে লোকজন তিস্তা ব্যারাজে পৌঁছাতে শুরু করে।

জানা গেছে, আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার তিস্তা তীরবর্তী ১১টি স্থানে লাখ লাখ মানুষ ৪৮ ঘণ্টার জন্য অবস্থান করবে। এসময় তারা তিস্তার বর্তমান পরিস্থিতি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে রাতভর হাজার হাজার মশাল জ্বালানোর পরিকল্পনা করেছে। কর্মসূচির মধ্যে আরও বিভিন্ন কার্যক্রম থাকবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ভার্চুয়ালি যুক্ত থাকবেন, বলে জানান বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় সদস্য হাসান রাজীব প্রধান বলেন, বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোকজন আসছে এবং তাদের কর্মসূচি শুরু হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন