Logo
Logo
×

সারাদেশ

ফেনীতে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে ৫ জন নিহত, আহত ১০

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৭ পিএম

ফেনীতে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে ৫ জন নিহত, আহত ১০

ছবি : সংগৃহীত

ফেনীর হাফেজিয়া এলাকায় কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১০ জন। আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিরা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নির্মাণ শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ফেনীর দিকে আসছিল। পথিমধ্যে দক্ষিণ মাইজবাড়িয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান পিকআপটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। দুর্ঘটনার পর পিকআপচালক পালিয়ে গেছেন।

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, উদ্ধারকাজ চলছে, তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন