তিস্তা আন্দোলনে গানের সুরে উজ্জীবিত আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৫ এএম

ছবি : সংগৃহীত
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা, মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের পাঁচ জেলায় ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে এই কর্মসূচির ডাক দেওয়া হয়, যেখানে অংশ নিয়েছেন সর্বস্তরের মানুষ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেলসেতু এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুই দিনের কর্মসূচির জন্য আয়োজন করা হয়েছে: মঞ্চ, রাত্রিযাপনের জন্য প্যান্ডেল, পদযাত্রা, আলোচনা সভা, তিস্তা নদীতে দাঁড়িয়ে মশাল প্রজ্বলন, ডকুমেন্টারি প্রদর্শনী।
তিস্তা নদীর ১১৫ কিলোমিটার জুড়ে ১১টি পয়েন্টে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ এতে অংশ নিয়েছেন।
আন্দোলনকারীদের মনোবল চাঙা রাখতে তরুণরা বাদ্যযন্ত্র বাজিয়ে তিস্তা নদী নিয়ে লেখা গান পরিবেশন করছেন। লোকসংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আন্দোলনকে আরও প্রাণবন্ত করে তোলা হচ্ছে।
অংশগ্রহণকারীরা নিজ খরচে রান্না করে খাবার তৈরি করছেন এবং রাত্রিযাপনের জন্য কম্বল, লেপসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এসেছেন। তিস্তার সংকট বিশ্ববাসীর দৃষ্টিতে আনতে রাতে হাজার হাজার মশাল প্রজ্বলন করা হবে।
তিস্তা তীরবর্তী জয়নাল আবেদীন বলেন, "তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন করতে হবে। মহাপরিকল্পনার মাধ্যমে কৃষকদের দুর্দশা লাঘব করতে হবে।"
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আশাবাদ প্রকাশ করে বলেন, "আগের আন্দোলনগুলোর মতোই এই আন্দোলনও সফল হবে, তিস্তা তীরবর্তী মানুষের স্বপ্ন বাস্তবায়িত হবে।"
আন্দোলনকারীরা তিস্তার পানির ন্যায্য হিস্যা, বাঁধ নির্মাণ ও খননের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।