ছিনতাই রোধে বিশেষ অভিযানে নামছে পুলিশের তিন ইউনিট: আইজিপি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১০ পিএম

ছবি : সংগৃহীত
ছিনতাই প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছে পুলিশ। আজ (সোমবার) থেকে তিনটি বিশেষায়িত ইউনিট মাঠে নামছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আইজিপি বাহারুল আলম বলেন, "রাতে ও দিনেও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে এবং তা মোকাবিলায় আজ থেকেই তিনটি বিশেষায়িত ইউনিট মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব ও অ্যান্টি টেররিজম ইউনিট যৌথভাবে কাজ করবে। আমরা দেখি, এতে পরিস্থিতির উন্নতি হয় কিনা। না হলে অন্য কৌশল নিতে হবে।"
আইজিপি আরও জানান, সন্ত্রাস ও সমাজবিরোধী কার্যক্রম দমনে ‘অপারেশন ডেভিল হান্ট’ চালু রয়েছে। তিনি বলেন, "এই অভিযানে বড় সন্ত্রাসী, চোরাকারবারি ও অন্যান্য অপরাধীরা ধরা পড়ছে। যৌথবাহিনী এই অভিযানে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।"
কর্মশালায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামসহ রাজশাহী বিভাগের বিচারক, পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।