ইলিশ রক্ষায় চাঁদপুরসহ ছয় নদী অঞ্চলে দুই মাস মাছ ধরা নিষিদ্ধ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১২ এএম

ছবি : সংগৃহীত
ইলিশ সংরক্ষণের লক্ষ্যে চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ শরিয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল ও ভোলার নদী অঞ্চলে দুই মাসের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি রাত ১২টার পর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
নিষেধাজ্ঞার সময় ৪০ হাজার ৫ নিবন্ধিত জেলেকে চার কিস্তিতে মোট ১৬০ কেজি চাল দেওয়া হবে। এ সময় জেলেরা নৌকা ও জাল মেরামতের কাজ করবেন। তবে তারা চালের পাশাপাশি নগদ সহায়তার দাবি জানিয়েছেন, যাতে অন্যান্য প্রয়োজন মেটানো যায়।
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গেলে জেলেদের এক থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হতে পারে।
২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল মাসে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভেরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় মাছ ধরা, বিক্রি, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।
অভয়াশ্রম বাস্তবায়নে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করবে। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানিয়েছেন, জেলেদের সচেতন করতে প্রচার-প্রচারণা সম্পন্ন হয়েছে এবং কঠোরভাবে জাটকা রক্ষা অভিযান পরিচালিত হবে।
চাঁদপুরের জেলেরা সরকারের সিদ্ধান্ত মেনে চলার প্রস্তুতি নিলেও তারা চালের পাশাপাশি আর্থিক সহায়তা এবং নিষেধাজ্ঞার সময় কিস্তি বন্ধ রাখার দাবি জানিয়েছেন, যাতে তারা অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারেন।
চাঁদপুর নৌ পুলিশের সুপার সৈয়দ মোশফিকুর রহমান জানিয়েছেন, যদি কোনো জেলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে নামে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।